টেলিটক সিম 4G করবেন যেভাবে
বাংলেদেশে জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক এই কয়েকটি অপারেটর সার্ভিস দিচ্ছে। এর মধ্যে একমাত্র রাস্ট্রায়ত্ব মালিকানাধীন অপারেটর হলো টেলিটক। অন্যান্য কোম্পানীর মত টেলিটক ও 4G সেবা চালু করেছে। অন্যান্য সিম ে ৪জি তে মাইগ্রেট করতে হলে ফী দিতে হয় কিন্তু টেলিটকে ৩জি থেকে ৪জি তে যেতে কোন ফী লাগেনা।টেলিটক সিম 4G করার উপায়
৪জি মানে কি? ৪জি মানে হলো চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা যার মাধ্যমে দ্রুত গতিতে ইন্টারনেট ব্রাউজ করা যায়। কিন্তু এই ফোরজি সেবাটি পেতে হলে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ফোরজি করার শর্তাবলীগুলো নিচে দেয়া হলো।3G থেকে 4G করুন আপনার টেলিটক সিম
১/ টেলিটক সিমটি যেই মোবাইলে ইউজ করবেন, সেই মোবাইলটি 4G Supported হতে হবে।
২/ ২০১২ সালের আগের Teletalk সিমগুলো 2G, 2G Sim হলে রিপ্লেস করে নিতে হবে।
৩/ আর বর্তমানের Teletalk Sim গুলো 3G, 3G হলে ৩3G থেকে 4G তে মাইগ্রেট করে নিতে হবে।
৪/ ৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে।
আপনার সিমটি ৪জি চালু কিনা তা চেক করবেন কিভাবে?
সিমটি ৪জি কিনা তা চেক করার জন্য মেসেজ অপশন এ গিয়ে টাইপ করুন chk এবং পাঠিয়ে দিন 157 নাম্বারে।
Teletalk Sim 3G থেকে 4G তে মাইগ্রেট করবেন যেভাবে
টেলিটক সিমটি মাইগ্রেট করতে আপনার হ্যান্ডসেট এর মেসেজ অপশন এ যান। টাইপ করুন 4G তারপর পাঠিয়ে দিন 111 নাম্বার এ। ফ্রীতেই আপনার সিমটি ৪জি তে রূপান্তরিত হবে।টেলিটক ইন্টারনেট প্যাকেজ ২০২০
বর্তমানে ঢাকা সিটির মধ্যে এবং ঢাকা সিটির বাইরে বেশ কিছু এলাকায় টেলিটক এর ৪জি সেবাটি চালু আছে। এই ৪জি তে বেশ ভালই স্পীড পাওয়া যায়। ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আপলোড স্পীড সর্বোচ্চ ১৫ এমবিপিএস এবং ডাউনলোড স্পীড সর্বোচ্চ ৪০ এমবিপিএস পাওয়া যাবে।
পোস্টটি ভাল লাগলে ফেসবুকে শেয়ার করুন। আপনি কোন অফারটি নিতে চান কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।
আমাদের অন্যান্য পোস্টগুলো পড়ে দেখতে পারেন
আপনার ফোনে নতুন করে ইন্সটল করার মত ৫টি দরকারি এপ
ব্লগিং করে টাকা আয় করার কার্যকরী উপায়
0 Comments