এডস্টেরা রিভিউ - Adsterra Review In Bangla


এডস্টেরা রিভিউ - Adsterra Review In Bangla

এডস্টেরা একটি প্রিমিয়াম এডভার্টাইজিং নেটওয়ার্ক। এই এড নেটওয়ার্কটি ২০১৩ সালে এর যাত্রা শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যেই অনেক জনপ্রিয়তা পায়। এই জনপ্রিয়তার কারণ হচ্ছে তাদের ভাল মানের সার্ভিস, বিভিন্ন টাইপের এড ফরম্যাট এবং সঠিক টাইমে পেমেন্ট দেয়া। তাদের ওয়েবসাইটটি দেখলেই মনে হবে তারা কতটা প্রফেশনাল। এবং ইউজার ইন্টারফেসও খুব চমৎকার। এডস্টেরার মাধ্যমে যে কেউ চাইলেই তার ওয়েবসাইট ট্রাফিক পারফেক্টলি মনিটাইজ করতে পারবে। তারা পাবলিশারদের ১০০% ফিল রেট দেয় এবং অন্যান্য নেটওয়ার্ক এর তুলনায় ভাল পেমেন্ট দেয়।

এডস্টেরা রিভিউ Adsterra Review In Bangla


এডস্টেরা কেন প্রিমিয়াম এড নেটওয়ার্ক - Adsterra Review

  • এডস্টেরা পার মান্থ প্রায় ১০বিলিয়ন+ এড ইম্প্রেশন সার্ভ করে।
  • প্রায় সব দেশের ভিজিটর এর জন্যই পে করে।
  • ইংলিশ ছাড়াও অন্যান্য ল্যাংগুয়েজ সাপোর্ট করে।
  • বর্তমানে তাদের প্রায় ২০,০০০+ এড ক্যাম্পেইন রয়েছে।

এডস্টেরা খুবই ট্রাস্টেড একটি এড নেটওয়ার্ক। এর সম্পর্কে কোন নেগেটিভ রিভিউ পাওয়া যায়নি। সুতরাং আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন।

তাদের রয়েছে বিভিন্ন রকমের এড ফরম্যাট
যেই এডগুল ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট এ ভাল পারফরম্যান্স দেয় সেগুলোই তারা আপনাকে দিবে। তাদের রয়েছে-
  • পপ-আন্ডার এড
  • ডিসপ্লে ব্যানার এড
  • ডিরেক্ট লিংকস
  • ইন্টারেস্টিয়াল এড
  • পুশ-আপ এডস
  • মোবাইল ডিসপ্লে ব্যানার এডস
  • মোবাইল পপ-আন্ডার এডস

এর মধ্যে পপ-আন্ডার এবং ডিসপ্লে ব্যানার এ সবচেয়ে ভাল রেজাল্ট আসে। আর তারা টপ ব্র্যান্ড এর এড শো করে সুতরাং আপনার ইনকাম নিয়ে কোন টেনশন করতে হবে না।
আর এশিয়ান ভিজিটর এর তুলনায় ইউরোপ এবং আমেরিকার ভিজিটর হলে ইনকাম বেশি হয়।


বেস্ট এডসেন্স অলটারনেটিভ

সবারই ইচ্ছা থাকে এডসেন্স নিয়ে কাজ করার কিন্তু দেখা যায় বিভিন্ন কারণে আমরা এডসেন্স পাই না। আমি এডস্টেরার আগে অনেকগুলো এড নেটওয়ার্ক ইউজ করেছি কিন্তু কোনটাই মন মত হয়নি। অবশেষে এডস্টেরার দেখা পেলাম। এখন এডস্টেরাই ইউজ করতেছি। এডস্টেরা মাঝে মাঝে এডসেন্স এর চেয়েও বেশি পেমেন্ট দেয় আপনার সাইট অনুযায়ী। তাই আমি বলব এডসেন্স না পেলে এই নেটওয়ার্কটি ইউজ করে দেখতে। তবে এই নেটওয়ার্কটি ডাউনলোড সাইট, স্ট্রীমিং সাইট, ভিডিও সাইট, মিউজিক সাইট এর জন্য ভাল।

  • একাউন্ট করার পর আপনাকে একজন ডেডিকেটেড একাউন্ট ম্যানেজার দেয়া হবে যার সাথে আপনি যে কোন প্রবলেম হলে কন্টাক্ট করতে পারবেন।
  • এদের রয়েছে রিয়েল টাইম রিপোর্টিং সিস্টেম, আপনি ড্যাশবোর্ড এ গিয়ে স্ট্যাটিসটিকস এ গেলেই সব দেখতে পাবেন। সেখানে দেখাবে, কত ইম্প্রেশন, ক্লিক, সিটিআর, সিপিএম এবং আর্নিং কত হল। আপনি চাইলে দিন, মাস, ডোমেইন, ব্যানার প্লেসমেন্ট অনুযায়ী ফিল্টার করে রেজাল্ট দেখতে পারবেন।
  • এডস্টেরা টাইমলি পেমেন্ট দিয়ে দেয়। এরা মাসে ২বার অর্থাৎ ১৫ দিন পর পর পেমেন্ট দেয়।
  • এছাড়াও এদের রয়েছে মাল্টিপল পেমেন্ট অপশন। আপনি পেপাল, পেইজা, পেক্সাম, ওয়েবমানি এবং উইয়ার ট্রান্সফার এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। বিটকয়েন এবং পেওনিয়ার পেমেন্ট বন্ধ করে দিয়েছে।

এডস্টেরা টার্মস এন্ড কন্ডিশনস

  • আপনার কাস্টম ডোমেইন(.com, .net, .org) থাকা লাগবে. ফ্রী সাইট(blogger, weebly) একসেপ্ট করেনা।
  • সাইটে মোটামুটি ভিজিটর লাগবে, ফেসবুক ভিজিটর হলেও প্রবলেম নাই।
  • সাইট পরিপুর্ণ হতে হবে অর্থাৎ সাইট সম্পুর্ণ ওকে আছে, পর্যাপ্ত কনটেন্ট আছে এরকম সাইট এপ্রুভ করে কিন্তু সাইট এর কাজ চলতেছে এরকম সাইট একসেপ্ট করবে না।
  • সাইটে অন্য নেটওয়ার্ক এর অতিরিক্ত এড থাকা যাবে না।

  • এডাল্ট সাইট, ইলিগ্যাল সাইট একসেপ্ট করেনা।
  • ফেক ট্রাফিক, ট্রাফিক এক্সচেঞ্জ এগুলা এলাও করে না।
  • হ্যাকিং রিলেটেড, ড্রাগ রিলেটেড, ক্রিমিনাল এক্টিভিটিজ রিলিটেড সাইট এলাও করে না।

                                     এখানে ক্লিক করে জয়েন করুন

আজকে রিভিউ দিলাম। কিভাবে একাউন্ট করবেন, কিভাবে এড কোড নিবেন, কিভাবে অন্যান্য সবকিছু সেটাপ করবেন তা নিয়ে পরের পোস্ট এ আলোচনা করব।

এডস্টেরা একাউন্ট ওপেন করবেন কিভাবে?
How To Open Adsterra Publisher Account


এডস্টেরা পেমেন্ট প্রুফ - Adsterra Payment Proof
এই এড নেটওয়ার্ক পেমেন্ট নিয়ে কোন ঝামেলা করেনা। পেমেন্ট ডেট এ অটোমেটিক পেমেন্ট চলে আসে। নিচে আমার একটি পেমেন্ট প্রুফ দিলাম।

Adsterra Payment Proof


আরও পড়ুন-


আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। পোস্টটি ভাল লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন।

Related Posts

Post a Comment

6 Comments

  1. wordpress account a adsterra ar website code ta kotai boshatai hobe??

    ReplyDelete
    Replies
    1. দেরীতে রিপ্লাই দেয়ার জন্য দুঃখিত। আপনার সাথে কথা হয়েছে আমার। আশা করি আপনার সমাধান পেয়েছেন। ওয়ার্ডপ্রেস এ উইজেট দিয়ে অথবা এড প্লাগিন দিয়ে এড বসাতে হয়।

      Delete
  2. vai apni ki google er auto Ad use koren naki direct code boshay den?

    ReplyDelete
  3. ভাই কিভাবে টাকা উঠাবো

    ReplyDelete
  4. কিভাবে টাকা উঠাবো

    ReplyDelete